অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আজকে। ফের বেলুরমঠের দরজা খুলে গেল মঠে আসা অগণিত ভক্তদের জন্য। করোনা আবহ কাটিয়ে দ্বিতীয় বারের জন্য খুলছে বেলুড়মঠ।
আর সকাল থেকেই মঠে প্রবেশ করার জন্য দেখা গেল সেই পরিচিত দীর্ঘ লাইন। এযাবৎ কাল বেলুরমঠের পুজো দেখার জন্য একমাত্র উপায় ছিল বেলুরমঠের ইউটিউব চ্যানেল।
কিন্তু মঠে এসে স্বশরীরে পুজো দেখার আনন্দ আলাদা। তাই মঠ খোলার খবর পেয়েই সকাল থেকেই মঠে এসে পৌঁছান ভক্তরা।
বেলুরমঠ খোলার বিষয়ে মঠ কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলেন সব রকম করোনা বিধি মেনেই খোলা হবে মঠ। মঠে প্রবেশ করার সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। আজ থেকে সকাল ৮:৩০ থেকে বেলা ১১ টা ও বিকাল ৩:৩০ থেকে বিকাল ৫:১৫ পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা।
সব মন্দিরে প্রবেশ করতে পারলেও মন্দিরে বসতে ও মঠ চত্বরে সময় কাটাতে পারবেন না কেউ। তৈরি হয়েছে নির্দিষ্ট ঘেরা প্রবেশের জায়গা। যেখান থেকে প্রবেশ করে বেলুরমঠের বেরোনোর রাস্তা অব্দি নির্দিষ্ট করা হয়েছে।
মঠ খুললেও আপাতত মঠের ভিতরে মিউজিয়াম খুলছে না এবং প্রসাদ ভোগের ব্যবস্থাও বন্ধ থাকছে বলেই জানানো হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফে।
প্রসঙ্গত ২৫ মার্চ ২০২০ তে করোনা অতিমারীর জন্য বন্ধ হয়েছিল মঠ। এরপর দেশ জুড়ে আনলক পক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে ১৫ জুন মঠ খুললেও ফের ২রা অগাস্ট সাধারণের জন্য দরজা বন্ধ হয়ে যায় মঠের।
মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী আক্রান্ত হয়ে পরেন করোনাতে। সেই কারণেই ফের বন্ধ হয়ে যায়। এর মধ্যে বেলুরমঠের বিভিন্ন অনুষ্ঠান চালু থাকলেও সেখানে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছিল। আজ থেকে মঠ খোলায় খুশি ভক্তরাও।