অবতক খবর: গরু পাচার মামলাতে তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল। এই অবস্থায় ৮ জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ এখন সকলের নজর বীরভূম জেলার দিকে। নজর এই কারণে অনুব্রতহীন বীরভূমে তৃণমূল কংগ্রেস ভোটে কেমন পারফরম্যান্স করতে পারে। তাই বীরভূমে প্রচার করতে যাবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, আগামী ৩ জুলাই বীরভূমের খয়রাশলে সভা করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে মোট ৮ টি সভা করবেন। এর আগে শেষবার যখন বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তখন তিনি দলের নেতাদের বার্তা দিয়েছিলেন বীরভূম এবার থেকে তিনি নিজেই দেখবেন।
অনুব্রতহীন বীরভূমের একটি কোর কমিটি ও তৈরি করে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছিলেন শেষ বৈঠকে। এবার পঞ্চায়েত ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম যাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।দ্বিতীয় দফায় পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করবেন আগামী ৩০ জুন থেকে।
হুগলি থেকেই দ্বিতীয় দফার পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দলের সুপ্রিমো দ্বিতীয় দফার পঞ্চায়েত ভোটের প্রচারে হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় যাবেন। আরও জানা গিয়েছে, আগামী ৪ জুলাই পশ্চিম মেদিনীপুরের নারায়নগরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মনোনয়ন পর্ব চলাকালীন শাসক দলের তরফে বারবার বার্তা দেওয়া হয়েছে বিরোধী দলের তরফে মনোনয়ন জমা দেওয়ার জন্য। বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর এই প্রথম রাজনৈতিক সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়ার পর তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিনে বীরভূমের বুথ স্তরের নেতা-কর্মীদের চাঙ্গা করাই এই সভার উদ্দেশ্য এমনটাই মনে করা হচ্ছে।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে মোটের ওপর কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বীরভূমে ছিল এবার শান্তির পরিবেশ। এমনটাই দাবি শাসকদলের। শুধু তাই নয়, বীরভূমে এবার গ্রাম পঞ্চায়েত আসনে সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী। তবে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে হবে হাড্ডাহাড্ডি লড়াই।