অবতক খবর,১৮ ডিসেম্বর: গত ১৭ই ডিসেম্বর রাত ৯টা ৫৫ মিনিটে আমাদের অবতক পোর্টালে প্রকাশিত হয়েছিল কাঁচরাপাড়া ১৪ নং ওয়ার্ড কলেজ মোড় বাস স্ট্যান্ডে গড়ে ওঠা বেআইনি দোকান নিয়ে একটি সংবাদ। আর সেই খবর প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সরিয়ে দেওয়া হল সেই দোকান। আমাদের পোর্টালে এই খবর দেখে শহরের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা সক্রিয় হয়ে ওই দোকানটি তুলে দিয়েছেন।

শুধু তাই নয়, কলেজ মোড় বাস স্ট্যান্ডে গড়ে ওঠা ওই দোকানে নিয়ে এলাকাবাসীরাও অভিযোগ তুলেছিলেন। কারণ কলেজ মোড় অত্যন্ত জনবহুল একটি জায়গা। আর মোড় ঘোরার মুখেই গড়ে উঠেছিল ওই দোকান। ফলত, দুর্ঘটনার আশঙ্কা করছিলেন এলাকাবাসী।

কিন্তু এই খবর নেতৃত্বদের চোখে পড়তেই আজ সকাল সকাল দোকানটি সরিয়ে দেওয়া হল।

এই বিষয়ে বীজপুরের যুব নেতা কমল অধিকারী বলেন, বীজপুরে কোনো রকম কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। আর যারা এই ধরনের কাজ করবেন, তারা আইনানুযায়ী যথাযোগ্য শাস্তি পাবেন।

মূলত বীজপুরের যুবনেতা কমল অধিকারীর উদ্যোগেই কলেজ মোড় বাস স্ট্যান্ড থেকে উঠে গেল সেই দোকান।