বালুরঘাট, ১১ ফেব্রুয়ারি: অবশেষে পূরণ হল দীর্ঘ দিনের দাবি। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাট হাসপাতালে ট্রান্সজেন্ডার বা রুপান্তরকামীদের জন্য ৪ টি শয্যা চালু করল জেলা স্বাস্থ্য দপ্তর।
এদিন বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রুপান্তরকামীদের জন্য নতুন চারড়ি শয্যা এবং ওয়ার্ডের শুভ সূচনা করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে এবং জেলা আইন কর্তৃপক্ষ শুভ্রসোম ঘোষাল, বালুরঘাট হাসপাতাল সুপার তপন কুমার বিশ্বাস সহ অন্যান্যরা আধিকারিক ও বিশিষ্ট জনরা।
পশ্চিমবঙ্গে এই প্রথম এমন উদ্যোগ বলে জানা গেছে। বালুরঘাট জেলা হাসপাতালে রুপান্তরকামীদের জন্যই ৪ টি শয্যা সংরক্ষিত করা থাকবে। বালুরঘাট জেলা সদর হাসপাতালের নীচ তলায় মেডিসিন ব্লকে রুপান্তরকামীদের জন্য এই আসন গুলি সংরক্ষিত রয়েছে। দীর্ঘ দিনের দাবী পূরণ হওয়ায় খুশি রুপান্তরকামীরা।।