অবতক খবর,২০ জুনঃ কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর জন্য বহু মানুষের ভিটে জমি হারায় ।সেহুতু তারা আদালতে মামলা করে তাদের যেন পুনর্বাসন দেয় সরকার।তারপরই কল্যাণীর এসডিওর তৎপরতায় তাদের জন্য জমির ব্যাবস্থা করা হয়।কিন্তু সেই জমিতে ওই পরিবার গুলি যেতে অস্বীকার করেন। এরপর দীর্ঘ টালবাহানার পর এসডিও এর তত্ত্বাবধানে আরেকটি জমি তাদের জন্য চিহ্নিত করা হয় এবং উক্ত পরিবার গুলিও ওই স্থানে যেতে রাজি হয় ।
মোট ২৩ জন বাসিন্দা পেলেন ২কাঠা করে সরকারি জমি। কল্যাণী পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে পেলেন এই জমি ওই পরিবার গুলি । বিনা পয়সায় এই জমির দলিল তাঁদের হাতে তুলে দেওয়া হয়। এই জমি পেয়ে অত্যন্ত খুশি বাসিন্দারা। মোট ৩৭ জন জমির জন্য আবেদন করেছিলেন, এদের মধ্যে মোট ২৩জন জমি পেলেন।