অবতক খবর,২৭ জানুয়ারি: আজ বিকেল চারটে নাগাদ হাজিনগর কোনা মোড়ে জগন্নাথ ঘাট সংলগ্ন অঞ্চলে বোমা বিস্ফোরণ হয়। এই বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে একটি শিশুর। আহত হয়েছে বেশ কয়েকজন এবং দুজন এখনো নিখোঁজ রয়েছে। তারা জীবিত নাকি মৃত তাও জানা যায়নি এবং মৃত হলে তাদের দেহ কি গঙ্গায় তলিয়ে গেল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, যুগ্ম-কমিশনার অজয় ঠাকুর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি নর্থ শ্রী হরি পান্ডে এবং ফরেনসিক টিম।
এছাড়াও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, আইএনটিটিইউসি’র সাধারণ সম্পাদক তথা বীজপুরের যুবনেতা কমল অধিকারী, নৈহাটি পৌরসভার মুখ্য প্রশাসক অশোক চ্যাটার্জী সহ অন্যান্যরা।
এই ঘটনার পর থেকেই বিজেপি আশ্রিত স্থানীয় দুষ্কৃতী বিট্টু জয়সওয়ালের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
অবশেষে আজ সন্ধ্যায় গঙ্গার ধার দিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে বিট্টু জয়সওয়াল এবং তার এক সঙ্গী। বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে নৈহাটি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের থানায় নিয়ে আটক করে রেখেছে এবং পুরো ঘটনার তদন্ত করছে।
অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক,বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী বলেন, এলাকা অশান্ত করার উদ্দেশ্যেই হয়তো ওই বোমাগুলি মজুদ রাখা হয়েছিল। যার ফলে প্রাণ গেছে একটি শিশুর এবং নিখোঁজ আরো ২, এছাড়াও আহত বেশ কয়েকজন। শান্ত এলাকাকে অশান্ত করার একটা চক্রান্ত চালাচ্ছে বিজেপি। তবে প্রশাসন তাদের কাজ করছে। এর সঠিক তদন্ত হবে এবং দোষীরা যথোপযুক্ত শাস্তি পাবে। আমরা মৃত এবং আহতদের পরিবারের পাশে সর্বদা আছি।