অবতক খবর : নৈহাটি বিজেপি মন্ডল ১ এবং ২-এর পক্ষ থেকে ২৩শে নভেম্বর,শনিবার নৈহাটি থানার সামনে অবস্থান ও ডেপুটেশনের জমা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এই কর্মসূচির জন্য বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অনুমতি পত্র না মেলায় এদিন সন্ধ্যায় নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বুকিং কাউন্টারের সামনে পথসভা করে বিজেপি। উক্ত পথসভায় নৈহাটি বিজেপির পক্ষ থেকে নৈহাটি মন্ডল ২-এর সভাপতি সুব্রত দাস সহ জেলা সভানেত্রী ফাল্গুনী পাত্র, নৈহাটি পৌরসভার প্রাক্তণ পৌর প্রধান রমেশ হালদার, কাউন্সিলর গণেশ দাস প্রমুখের নেতৃবৃন্দের ভাষণে তাদের প্রস্তাবিত অবস্থান, ডেপুটেশনের অনুমতি না মেলার পিছনে তৃণমূলকেই দায়ী করে প্রশাসনকে কাজে লাগিয়েছেন বলে অভিযোগ করেন। এছাড়াও উক্ত নেতৃত্বরা দেশে অবিলম্বে এনআরসি করার প্রয়োজনীয়তা রয়েছে,এ কথা উল্লেখ করেন। এক প্রশ্নের উত্তরে কি কারণে প্রশাসনের অনুমতি পেল না বিজেপি তার উত্তরে অবতক খবরকে জানাবেন না বলে এড়িয়ে চলে যান।