সেই দুর্ধর্ষ দুর্দান্ত দুর্জয় দুর্নিবার মেয়েটা ‘পেন পিন্টার এওয়ার্ড ২০২৪ এর জন্য সম্মানিত হয়েছে।
পুরস্কারটি তার হাতে তুলে দেবে ব্রিটিশ লাইবেরি ১০ অক্টোবর ২০২৪।
এই পুরস্কার তার দুঃসাহস ও দুর্দম কণ্ঠস্বরের পুরস্কার।
১৯৯৭ সালে ‘গড অফ স্মল থিংস’ গ্রন্থের জন্য মেয়েটি বুকার পুরস্কার জিতে নিয়েছিল।

অরুন্ধতী
তমাল সাহা

তুমি যা ইচ্ছে তাই করতে পারো!
অনুরাগে চুমু খাওয়া যায়,খিস্তি আসে রাগে
রাষ্ট্র সশস্ত্র, নির্ভীক সে কলম নিয়ে আগে।

ধ্যেত্তরি তোর ভয় দেখানো ইউএপিএ,
মোটা শিক দেওয়া জেলখানা!
যে মেয়ের তেজ আছে সে তেজ দেখাবেই
অরুন্ধতী ছাড়া অন্যনামে তাকে মানাবে না!

রাষ্ট্রীয় গোলা-বারুদ ফায়ারিং-বন্দুক
কতদূর যেতে পারে, যায়?
মানুষকে ভালোবাসার চেয়ে তার শক্তি বেশি নাকি
সশস্ত্র কলমে শব্দ পোরা আছে
আকাশে অরুন্ধতী নক্ষত্র জ্বলে
মাটিতে হেঁটে যায় অরুন্ধতী রায়!