অবতক খবর , সংবাদদাতা , পূর্ব বর্ধমান :- অস্থায়ী কর্মীদের সরকারি স্বীকৃতি ও ৬০ বছর পর্যন্ত কাজের সুনিশ্চয়তা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে অষ্টম দিন অনশনে কলেজের অস্থায়ী অশিক্ষক কর্মীরা। পূর্ব বর্ধমান জেলার রায়নার শ্যামসুন্দর কলেজ গেটের সামনে অনির্দিষ্টকালের জন্য অনশন চলবে বলে একমত সকল অস্থায়ী কর্মীদের।

শ্যামসুন্দর কলেজের অস্থায়ী কর্মীদের অনশন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির জেলা সভাপতি কৃশানু পাল, সংগঠনের কার্যকরী সভাপতি সৈকত নেগেল,জেলা সম্পাদক ইমরান কুরেশী সহ সদস্য বৃন্দরা।

এদিন আন্দোলনের মুখপাত্র উপদেষ্টা সৈকত নেগেল জানান, দীর্ঘদিন ধরে স্থায়ীকরণের দাবি জানানো হলেও সরকার অস্থায়ী কর্মীদের জন্য কোন ব্যবস্থা না নেওয়ায়, রাজ্যের বিভিন্ন কলেজে অস্থায়ী কর্মীদের অনশন শুরু হয়েছে।

অষ্টমদিনে শ্যামসুন্দর কলেজের গেটের সামনে অনশন শুরু থেকে অনড় অস্থায়ী কর্মীরা। তিনি আরো জানান, সরকার তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অনশন চলবে। দরকারে কলকাতার রাজ পথে মৃত্যুবরণ করার হুমকি দেন।