অবতক খবর,২৫ অক্টোবর: অসুস্থ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁকে কলকাতা এসএসকেএম হাসপাতালে আইসিসিইউ-তে ভর্তি করা হয়েছে।
রবিবার এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন আঞ্জিওগ্রাফ অপারেশনের জন্য এবং পরে প্রয়জনে আঞ্জিওপ্লাস্টি হওয়ার কথা ছিল তাঁর। সকালে অসুস্থ বোধ করায় আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। চিকিৎসকরা জানাচ্ছেন হার্ট ফেল হয়েছে তাঁর।এই মুহূর্তে তাঁকে নন ইনভ্যেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তাঁর অবস্থার সামান্য উন্নতি হলেও এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন ডাক্তাররা। সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরেই কিছু বলা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সুব্রত মুখপাধ্যায়ের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই বোর্ডে রয়েছেন ডাক্তার সরোজ মণ্ডল (কারডিও), সৌমিত্র ঘোষ (মেডিসিন), অসীম কুণ্ডু (ক্রিটিকাল কেয়ার এইচওডি), ঋতব্রত মিত্র (চেস্ট মেডিসিন), অর্পিতা রায় চৌধুরী (নেফ্রোলজি) এবং সুজয় ঘোষ (এন্ডোক্রিনোলজি)। সুব্রত মুখপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের সঙ্গেও কথাও বলেন তিনি।