অবতক খবর,১৬ আগস্ট,বাঁকুড়া:- আঁধার ঘনালেই স্কুল চত্বরে বসে মদের ঠেক!

ভয়ঙ্কর চিত্র বাঁকুড়ার গোবিন্দপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে!

সন্ধ্যে নামলেই রোজানা বসে মদের আসর, লতানে গাছে ভর্তি জানালা, দরজা, স্কুল চত্বরের এদিক ওদিক জঞ্জালের সাথে পড়ে দেদার মদের বোতল। চিত্রটা কোনো আড্ডার ঠেক কিংবা ক্লাবের নয়, এটা আপনার জেলা বাঁকুড়ার পাত্রসায়ের থানার গোবিন্দপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের।

যে চিত্রটা যেন আবারো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের সভ্য সমাজের মাঝে নিদারুণ এক অসভ্যতা।

জানা গেছে, করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় একদিকে যেমন স্কুল চত্বর ভরে উঠেছে ঝোপঝাড়ে, অন্যদিকে স্কুলে বেড়েছে অসাধু কিছু মানুষের উপদ্রব।

স্থানীয় ও স্কুল সূত্রে জানা গেছে, এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের একদিকে যেমন দিনের পর দিন স্কুলের জানলা দরজা ও জলের কল ভাঙছে কিছু অসাধু ব্যক্তি, তেমনই সন্ধ্যা ঘনিয়ে এলেই স্কুল চত্বরে চলছে মদ্যপানের আসর। আর এইসব কারণেই নিজের রূপ বা ঐতিহ্য হারিয়ে আজ স্কুলটি পরিণত হয়েছে একটি জঞ্জালপূর্ন জায়গায়। অনেকেই আবার বাইরে থেকে দেখে সেটিকে পৌরাণিক বাড়িও মনে করতে পারে।
সব মিলিয়ে ভাঙাচোরা ভগ্নপ্রায় স্কুলে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মদের বোতল, এই সবকিছু দেখেও নীরব প্রশাসন, এমনটাই অভিযোগ স্থানীয়দের।

আর এই অভিযোগে সম্মতি দেখিয়েছেন স্কুলের প্রধান শিক্ষকও। এমন অবস্থায় কি পুরানো রুপ ও ঐতিহ্য ফিরে পাবে স্কুলটি? প্রশ্নটা আমাদেরও।