অবতক খবর,২৯ জুন,নববারাকপুর: মৃতদেহ বয়স হয়ে গেলো ৬ দিন,এখনো পর্যন্ত মৃতদেহ সৎকার কিভাবে করবে তার উপায় বের করতে পারলো না মৃতের পরিবার।আসামে মৃত্যু, সেই মৃতদেহ নিজের বাড়ি নিউ ব্যারাকপুর নিয়ে এসেই কি এত জটিলতায় পড়তে হল,তাহলে কি মৃতদেহ নিয়ে আসামে গিয়ে সৎকার করতে হবে,পরিবারের প্রশ্ন প্রশাসনের কাছে।আইনি জটিলতায় মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়েও ফিরতে হল। গতকাল সাত ঘন্টা দেহ শ্মশানে পরে থেকেও হল না সৎকার। আসলে যতটা সহজ মনে করেছিলো মৃতের পরিবার,ঠিক ততটা সুবিধা হল না।

ভিন রাজ্যে মৃত্যু ঘটে, কিন্তু কোনরকম নথি ছাড়াই মৃতদেহ নিয়ে এরাজ্যে এসে দাহ করতে গিয়েই আইনি জটিলতায় পড়লো মৃতের পরিবার। কোন উপায়ে দাহ করা যাবে তা নিয়ে মঙ্গলবার মধ্যরাতে দুশ্চিন্তায় পরে নিউ ব্যারাকপুরের বাসিন্দা মৃতের পরিবার।

গত ১৯ শে জুন স্থানীয় কয়েকজন পরিচিতদের সাথে গৌহাটি কামরূপ কামাক্ষায় যায় বছর ৫৮র নিউ ব্যারাকপুর পুরসভার ২০ নং ওয়ার্ডের বাসিন্দা পারুল সিকদার। সেখানে গিয়ে অসুস্থ হয় । স্থানীয় চিকিৎসক কে দেখায়,তারপর ২২ তারিখ কামাক্ষায় পুজো দেয়.২৩ তারিখ ফেরার কথা সেইমত গৌহটি স্টেশনে এসে অসুস্থ হয়ে পড়েন ফের পারুল দেবী । ২৩ তারিখ সকালে পারুল দেবী নিউ বারাকপুরে কথা বলেন তার জামাই সমর সরকারের সাথে। তিনি বলেন তার শরীর ভালো নেই ফের ডাক্তার দেখাবে। এরপর বেলা ১১টার পর ফের ফোন আসে,এবং জানায় পারুল সিকদার মারা গেছে। যেহেতু গৌহাটি রেল স্টেশনে ঘটনা ঘটেছে গোটা বিষয়টি গৌহাটি জিআরপিএস র অধিনে চলে যায়। GRP জানায় মৃতদেহ নিতে পরিবারের তরফ থেকে কবে আসবেন সমর বাবু জানান একদিন পর যেতে পারবেন অর্থাৎ ২৫ তারিখ,সেইমত ঘটনাস্থলে যায় তার জামাই সমর সরকার। গৌহাটি জিআরপি এস র সাথে দেখা করে সমর বাবু জানতে পারে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে,তবে বিমানে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য সবরকম বন্দোবস্ত করে দেওয়া হবে অর্থাৎ সব কাগজপত্র তারাই ব্যবস্থা করে দেবে। সেইমত গৌহাটি GMCH মর্গে গেলে তারা বলে এই বডি ফ্লাইটে যাবে না,এখানে ময়নাতদন্ত করতে দেওয়া হয়েছিলো,সেটাই তারা করে রেখেছে । অবশেষে ৪২ হাজার টাকা ব্যয় করে গাড়িভাড়া করে ২৭ তারিখ দুপুরে নিউব্যারাকপুরে এসে পৌছায় মৃতদেহ নিয়ে । পুরসভার পুরপ্রধানের সহযোগিতায় মৃত দেহ সৎকারের জন্য সাঝিরহাট শ্মশনে নিয়ে গেলে শ্মশান কর্তৃপক্ষ জানান এই মৃতদেহ যেহেতু ময়নাতদন্ত হয়েছে।গৌহাটি রেল স্টেশনে অস্বাভাবিক মৃত্যু। সেক্ষেত্রে পুলিশ এর তরফ থেকে ডেথসার্টিফিকেট না দিলে দাহ করা যাবে না,সাঝিরহাট শ্মশান থেকে খবর যায় মধ্যমগ্রাম থানায়,পুলিশ শশ্মানে গেলে মৃতের জামাই গৌহাটি জিআরপি এর দেওয়া কাগজ দেখায়। পুলিশ প্রাশাসনের তরফ থেকে জানায় এই কাগজ গৌহাটি জিআরপিএস কে ইমেইল আকারে নিউ ব্যারাকপুর থানাকে পাঠাতে হবে,তারপর নিউ ব্যারাকপুর থানা ডেথ সার্টিফিকেট দিলে শ্মশানে দাহ করা যাবে। সেইমত গৌহাটি জিআরপি তে যোগাযোগ করা হলে তারা জানায় তারা whatsapp এর মাধ্যমে পাঠাতে পারবে কিন্তু মেইল করার কোন অপশান নেই,সেইমত whatsapp এ পাঠায়,কিন্তু নিউ ব্যারাকপুর থানা আবার সেই কাগজ গ্রহণ করতে পারবে না যতসময় তাদেরকে মেইল করবে। পুরপ্রধান,শ্মশান এলাকার স্থানীয় কাউন্সিলর সকলেই চেষ্টা করার পরে আইনি জটিলতার কারণে মৃতদেহ দাহ করা সম্ভব হল না,অবশেষে রাত ১২ টার পর নিউ ব্যারাকপুর পুরসভার হাসপাতালে দেহ তুষার শয্যা কক্ষে রাখবার জন্য গেটের সামনে নিয়ে আসা হয়।

২৩ জুন মারা গিয়েছে। দেহ নিউ বারাকপুরে বাড়িতে আসে মঙ্গলবার দুপুরে অর্থাৎ ২৭ তারিখ। বিকেলে মধ্যমগ্রাম সাজিরহাট শশ্মান নিয়ে গেলে টানা সাত ঘন্টা ফেলে রাখে দেহ। শেষে নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান এর হস্তক্ষেপ দেহ পুরসভার তুষার শয্যা পিস হেভেন রাখা হয় রাত ১২ টা পরে। পিস হেভেন বডি আগামী ২৪ ঘন্টার মধ্যে না নিলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে বলে জানা যায়। তবে প্রশ্ন গৌহাটি GRP ভূমিকা নিয়ে,বাড়ির লোক না থাকলে কি করে GRP ময়নাতদন্ত করল, প্রশ্ন উঠেছে , বুধবার কিভাবে এই মৃতদেহ দাহ করা হবে তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকে পরিবার।বুধবার সকাল থেকেই বারংবার গৌহাটি জি আর পি র সাথে যোগাযোগ করার পরেও নিউব্যারাকপুর থানায় সঠিক কাগজ এসে পৌছালো না,মৃতদেহ পরে রয়েছে আজ ৬দিন,কোন উপায়ে সৎকার করা জবে তা জানা নেই পরিবারের।