অবতক খবর: প্রায় তিন মাস ধরে অগ্নিগর্ভ মণিপুর। গর্জে উঠেছে দেশ। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। এবার মণিপুর ইস্যুতে উত্তাল হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়। মণিপুরের ঘটনার নিন্দা প্রস্তাব বিধানসভায় আনতে চায় রাজ্যের শাসক শিবির।
তবে এই ইস্যুতে আলোচনায় ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার যুক্তি, মণিপুর পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় না। তবে বিজেপির সেই যুক্তি খারিজ করছে তৃণমূল।
জানা যাচ্ছে, আগামী সোমবারই রাজ্য বিধানসভায় মণিপুর পরিস্থিতি নিয়ে নিন্দা প্রস্তাব আনতে চাইছে শাসক দল। তারপর ওই প্রস্তাবের ওপর আলোচনা চাইছে তৃণমূল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনের বিতর্কে জবাবি বক্তৃতা দেবেন। অন্যদিকে, মণিপুর নিয়ে বিধানসভায় শাসক দল প্রস্তাব আনলে বিরোধী বিজেপি বিধায়করা কী তাতে অংশ নেবেন? এর জবাবে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুধবার বলেছেন, ‘বাংলায় মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে আমরা বিধানসভায় আলোচনা চাইছি। কিন্তু, বাংলার বিষয় নিয়ে এদের চিন্তা নেই, অন্য রাজ্যের বিষয়ে এরা আলোচনাকে অগ্রাধিকার দিতে মরিয়া’।
নজর ঘোরাতে মালদার দুই মহিলাকে বিবস্ত্র করার ইস্যু তুলেছে এমনটাই অভিযোগ তৃণমূলের, বিজেপির বিরুদ্ধে। আর ঘাসফুল সিবির বঝাতে ব্যস্ত মণিপুর আর বাংলার পরিস্থিতি এক নয়। এই দুই’র জাঁতাকলে বঙ্গ রাজনীতি এখন তপ্ত।