অবতক খবর,রূপম রায়,১৪ আগস্ট,রাণাঘাটঃ আগামীকাল ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাণাঘাটের বাসিন্দা শ্রী মানিক দেবনাথ সরু তারের প্রায় ১.৫ মিলিমিটারের মধ্যে ভারতের জাতীয় পতাকা এঁকে নজির সৃষ্টি করলেন। মানিক দেবনাথ গত ২৫ বছর ধরে এই ক্ষুদ্র হস্তশিল্পের কাজ করে চলেছেন। তিনি মূলত রাতের বেলায় তার এই সকল শিল্পকর্মের কাজ করে থাকেন। স্বাধীনতা দিবসে এই বছর তাঁর তৃতীয় নিবেদন। এবছরের স্বাধীনতা দিবসের জন্য তিনি প্রায় ৫ রাত জেগে এবারের ১.৫ মিলিমিটারের তিরঙ্গা বানিয়েছেন, সাথে মুগ ডালের ওপর এঁকেছেন নেতাজী সুভাষ চন্দ্র বসুর ছবি।
আগামী দিনেও তিনি তার এই কাজকে এগিয়ে নিয়ে যেতে চান,যতদিন পর্যন্ত তার চোখ এই কাজ করতে পারদর্শী থাকবে।