আজকের দিনের কবিতা– বগটুই গ্রাম,রামপুরহাট, বীরভূম– বোমা বিস্ফোরণে ও গৃহদাহে নারী পুরুষ শিশুসহ ১২ জন খুন। ঘটনা ২১ মার্চ,২০২২, সোমবার।
এক) সন্ত্রাস
হচ্ছে খুন জ্বলছে আগুন চলছে চলুক গুলি!
কোথায় গেল
শ্মশ্রুবান শ্মশ্রুবিহীন বিদ্বজ্জনগুলি?
ছুটছে ভয়! ছুটছে ত্রাস!
তুমি আমি ঘরের ভিতর– দীর্ঘশ্বাস
এদিক ওদিক তাকাস তুই, নির্ভয় আবাস!
দুই) দাহপর্ব
বাইরে থেকে তুলে দিল শেকল
ঘরের চারদিকে ছড়ালো পেট্রোল
ধরিয়ে দিল আগুন
নারী পুরুষ শিশু নির্বিচারে খুন
দল ক্ষমতার মোহ
একে বলে জতুগৃহ গৃহদাহ
মহাভারতের পর্ব প্রত্যক্ষ করুন
আর কত ধৈর্যের পরীক্ষা দেব আমি
কি বলবো নিজেকে
মানুষের বাচ্চা, শয়তান না হারামি?
তিন) মানুষের মাংস
মানুষের মাংস খেতে খুব ভালো!
কাঁচা তেমন সুস্বাদু নয়–
তাই ঝলসানো হলো
ঘরের ভেতরে বাইরে দাউদাউ অগ্নিময় আলো
খুব সেদ্ধ নরম হয়েছে যেন তন্দুরি
মানুষ মানুষকে খাবে
এটায় আবার নতুন সত্য কি! এটাই দলবাজির বাহাদুরি
চার) ক্ষমা
হে স্বদেশ! হে জন্মভূমি!
এতো খুন আগুন রক্ত গড়ায়
আমার দু চোখ অন্ধ করে দাও
দাঁড়িয়ে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনায়।
আমি আত্মঘাতী, পালাতে পারি
মাগো তুমি পালাবে কোথায়?
পাঁচ) মহাপাতক
কে বলে দেবে আমায়
কতজন খুন হলে ছোট্ট ঘটনা
কতজন নিহত হলে ঘটনা বিক্ষিপ্ত
কতজন বলি হলে ঘটনা উত্তপ্ত
কতজন মরলে ঘটনা দুঃখজনক
কতজন মরলে দুর্ভাগ্যজনক
অবস্থা কখন অরাজক
কে শেখাবে আমায় কাকে বলে নরক
আমি নিজেই এক নীরব দর্শক মহাপাতক!
ছয়) দৃশ্য
মা পুড়ছে আগুনে
মাটিতে স্তূপীকৃত ছাই।
মানুষের রক্তাক্ত লাশ,গড়ায় খুন
টালির চালায় বসে আছে শকুন–
চৌদ্দতলায় চলছে ফিরছে হাওয়াই!
সাত) সংবাদে প্রকাশ
সংবাদে প্রকাশ বাতাসে দীর্ঘশ্বাস
বাংলার সেইসব বুদ্ধিজীবীরা
টগবুই গ্রামে আগুনে পুড়ে নিহত।
তাদের একজনকেও করা যায়নি শনাক্ত
তাদের দেহ এতই বিধ্বস্ত!
তাই তারা প্রতিবাদী মোমবাতি মিছিলে নিরস্ত।
এটি কোন ছোট্ট নয় বিশাল ঘটনা
আমি শোকাহত ভাগ্যহত!