‘চোর -ডাকাতে মুখোশ পরে, রাক্ষসেরা ছাড়ে
চোরাই মাল, ঢাকে কালো কানায়
মরিয়া যত রানির জ্ঞাতি কঙ্কালি পাহাড়ে
মড়ক পূজা নরবলিতে জানায়।
ওদিকে ওড়ে লালকমলের নীলকমলের হাতে
ভায়ের মিলে প্রাণের লাল নিশান।
তাদের কথা হাওয়ায়, কৃষাণ কাস্তে বানায় ইস্পাতে
কামার শালে মজুর ধরে গান।’
আজ কবি বিষ্ণু দের জন্মদিন
অবতকের শ্রদ্ধা নিবেদন
তোমার কবিতা
তমাল সাহা
সব পড়া হয়নি,হয়নি তোমাকে পুরোপুরি জানা।
বাংলা কাব্যজগতে,কে তোমাকে চেনে না?
পড়েছি বাংলাই আমাদের
সুজলা-সুফলা অনেক গল্প রোদের।
পড়েছি জল দাও, ঘোড়সওয়ার
কখনো বলেছো,
বল্লম উঁচুতে ধরো,হও তৈয়ার।
মহাশ্বেতার শরীরে শুনিয়েছো
অলকানন্দার গান
তুমি শব্দে শব্দে সাজাও বর্ণিল বাগান।
পঁচিশে বৈশাখে পেয়েছি তোমাকে
অন্ধকারে আর, জল দাও
কী প্রার্থনা তোমার! নেই কোনো হাহাকার।
বলেছো,এই সমভূমে মানুষেরই অধিকার।
আসলে
কবিতা তো আর নয় সোনার পাথর বাটি!
কবিতায় মানুষ ও মাটির সচ্ছন্দ হাঁটাহাঁটি।
তোমার কবিতা নাকি খুব কঠিন!
তুমি তো সহজেই বলেছো,
প্রতিমাসে হবে অক্টোবর প্রতিদিন প্রত্যেকে লেনিন।