অবতক খবর,৮ জানুয়ারি: করোনা বিধিনিষেধে আংশিক ছাড়। আজ থেকেই ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো। রাত ১০টা পর্যন্ত পার্লার ও সাঁলো খোলা থাকতে পারে বলে রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সূত্রের খবর, বিউটি পার্লার ও স্যাঁলোর কাজের সঙ্গে যুক্ত মানুষরা এক যোগে আবেদন জানান রাজ্য সরকারের কাছে। তারপরই এই সিদ্ধান্ত। তবে মানতে হবে দূরত্ববিধি। পরিষ্কার পরিচ্ছন্নতা তো বটেই, ৫০ শতাংশ আসনেই গ্রাহকরা বসতে পারবেন। ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ করতে হবে।
গত ৩ জানুয়ারি থেকে রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কিছু নিয়ম জারি করে রাজ্য সরকার। ১৫ তারিখ অবধি জারি থাকার কথা এই নিয়ম। সেগুলি হল –
- কাল ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে নিষেধাজ্ঞা
- ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় দুয়ারে সরকার
- সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়
- সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়
- রাত ১০টার পর বন্ধ সিনেমা হল
- ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু সিনেমা হল
- সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও পরদিনই তা বদল করে রাজ্য।
- চিড়িয়াখানা সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ
- সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা
- বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা
- শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ, খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
- রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা
- অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি
- বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি
মৃতদেহ নিয়ে সৎকারের জন্য যেতে পারবেন সর্বোচ্চ ২০ জনবাংলায় করোনা আক্রান্তের (Coronavirus) সংখ্যা ছাড়িয়ে গেল ১৮ হাজারের গণ্ডি। একদিনে আক্রান্ত ১৮ হাজার ২১৩ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। কলকাতাতেও (Kolkata Corona Update) করোনা গ্রাফও উর্ধ্বমুখী। আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৮৪ জন। মৃত ৭। উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতিও।