অবতক খবর,১৭ মার্চঃ আজ থেকে শুরু হল শৈবতীর্থ তারকেশ্বরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী সন্ন্যাসী মেলা বা গাজন মেলা। গাজন মেলার প্রথম দিনেই ভক্ত সমাগমে ভরে উঠলো শৈবতীর্থ তারকেশ্বর। রাজ্যের বহু জেলা থেকে এদিন ভক্তরা তারকেশ্বরে এসে বাবা মন্দিরের দুধপুকুরে স্নান করে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে উত্তরীয় নিয়ে সংসার ত্যাগ করে সন্ন্যাস ব্রত পালনে নিয়োজিত হলেন। আগামী একমাস যাবৎ এই ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে বাবার ভোগের পর ফল এবং রাত্রে হব্যিসি খেয়ে সন্ন্যাস ব্রত পালনে নিয়োজিত থেকে জীবন যাপন করবেন বলে জানা যায়।