অবতক খবর,১৫ আগস্ট: আজ স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপন করল কাঁচরাপাড়া সিপিআই,গুরুদ্বোয়ারাস্থিত কার্যালয়ে।
উপস্থিত ছিলেন কমঃ সুধীর দত্ত,মুরারী মুখার্জী,শ্যামল ব্যানার্জী,অসিত সরকার,বাবলু রায়,সন্তু মৈত্র,তারক সরকার,মানস চক্রবর্তী,আশু দা সহ অন্যান্যরা।
তাঁরা এদিন শহিদ সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে শহিদবেদিতে মাল্যদান করেন এবং বৈপ্লবিক স্যালুট প্রদান করেন।