অবতক খবর :: শিলিগুড়ি :: ১০জুন ::    জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তের চিকিৎসা করে চলেছেন করোনা যোদ্ধা ডাক্তার-নার্সরা। পাশাপাশি,দেশজুড়েই করোনা যোদ্ধাদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তেমনই একজন শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার অঙ্কিতা দত্ত,পেশায় নার্স, করোনা আক্রান্তের চিকিৎসা করতে করতেই নিজে আক্রান্ত হয়ে পড়েন করোনায়।

টানা আঠারো দিন লড়াই করেন মারণ ভাইরাসের সাথে। অবশেষে করোনাকে তুড়ি মেরে সুস্থ হয়ে গতকাল বাড়ি ফিরলেন তিনি। অঙ্কিতা করোনায় আক্রান্ত হন গত উনিশে মে। তাঁকে ভর্তি করা হয় ডাক্তার চ্যাং হাসপাতালে। সেখানে আঠেরো দিন লড়াই করে অবশেষে ফিরলেন নিজের বাবা মায়ের কাছে। যখন নিজে বাড়ি ফিরলেন তখন তাকে পুস্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান তাঁর অ্যাপার্টমেন্টের আবাসিক এবং পাড়া-প্রতিবেশীরা। পরে অঙ্কিতা জানান,” আজ যেভাবে মানুষ আমাকে ভালবাসা দিল কোনওদিন তা ভুলতে পারবো না। এটা আমাকে আগামীতে লড়াইয়ের উৎসাহ যোগাবে।”