অবতক খবর,১৫ ডিসেম্বরঃ শুভেন্দু অধিকারীর শাস্তির দাবীতে সরব হলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল মুখপাত্র কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দুকে। তিনি বলেন,”বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন পুলিশের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতি প্রয়োজন ছিল। তাতেই স্পষ্ট যে, ওখানে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। তাই আমরা দাবি করছি, শুভেন্দু অধিকারী-সহ ওই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সকলের বিরুদ্ধেই এফআইআর করা উচিত। কম্বল দেওয়ার নাম করে এতগুলো লোককে ডেকে আনা হয়েছে। অথচ কোনও প্রস্তুতি ছিল না। দিলীপবাবু তো ঠিক কথাই বলেছেন।

শুধু পুলিশের ওপর নির্ভর করেই তো আর এসব করা যায় না। দোষ যে শুভেন্দুদের, দিলীপ ঘোষ তো নিজেই বলে দিয়েছেন।আদালত থেকে রক্ষাকবচ পেয়ে শুভেন্দু ধরাকে সরা জ্ঞান করছে। পুলিশ কর্তাদের বলছেন ব্যাগ গুছিয়ে রাখুন। পুলিশকে গালাগাল করছেন। এখন এই মর্মান্তিক ঘটনার দায়িত্বও তাঁকে নিতে হবে। কারণ যা ইচ্ছে তাই করা যাবে না। এতগুলো মানুষ মারা গেল তাঁর দায় শুভেন্দুকে নিতেই হবে।”