অবতক খবর,৪ ডিসেম্বরঃ পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই আবার সন্ত্রাসমুখী দিনহাটা। শনিবার রাতে দিনহাটা ১ নম্বর ব্লকে শাসক ও শাসক বিরোধী দুই দলেরই সভা ছিল। দিনহাটা নিগমনগরের তৃনমূলের পথসভা ছিল এবং আমবাড়িতে বিজেপির কর্মীসভা ছিল। তৃনমূলের অভিযোগ পথসভা থেকে তাদের কর্মীরা ফেরার পথে অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিতো দুষ্কৃতীরা এবং এই ঘটনায় আহত হয় ২ তৃণমূল কর্মী। অভিযোগ তাদের পেরেক লাগানো কাঠ দিয়ে মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় এই দুই তৃণমূল কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে জানায় বিজেপি।
বিজেপি নেতা অজয় রায় বলেন – আমবাড়ী অঞ্চলে তাদের কর্মীসভার পর সেখানে তারা একটি মিছিল করেন এবং এরপরই ওই এলাকার বিজেপি ২৩ নম্বর মন্ডল সভাপতি বিদ্যুৎ কুমার সরকারের বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তিনি আরো বলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ তার দলবল নিয়ে পুলিশের সামনে এই ঘটনা ঘটান। তিনি বলেন – ভাঙচুর চালানোর সময় ওই লাঠির বাড়ি তাদের নিজেদের মধ্যেই লেগেছে এই সময় বাড়িতেও কেউ উপস্থিত ছিল না এই ঘটনার সাথে ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত নয়। বারংবার সন্ত্রাসের কারণে খবরের শিরোনামে ছিল দিনহাটা। মাঝে কিছুটা সময় শান্ত থাকলেও আবার পঞ্চায়েত নির্বাচনের আগেই ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে দিনহাটা ফলে স্বভাবতই আগামী পঞ্চায়েত নির্বাচনে রক্তাক্ত হতে পারে বলে মত রাজনৈতিক মহলের।