নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    আবার ও তৃণমূলের ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুল শিবিরে যোগদান করলো ওন্দা ব্লকের চুড়ামনিপুর এলাকার ২৫ টি পরিবার। তৃণমূল কংগ্রেসর ছন্দপতন দেখা গেল বাঁকুড়ার ওন্দা ব্লক এলাকায়।

তৃণমূল কংগ্রেস নেতা সাধন পাত্রের নেতৃত্বে ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুল শিবিরে যোগদান করলো ওন্দা ব্লকের চুড়ামনিপুর এলাকার ২৫ টি পরিবার। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা এই পরিবারগুলির হাতে বিজেপির দলীয় পতাকা ও উত্তরীয় তুলে দিলেন বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমরনাথ শাঁখা।

বিজেপি নেতৃত্বের দাবি, গত নয় বছরে তৃণমূল কংগ্রেসের কার্যকলাপে অতিষ্ঠ হয়েই তারা এই দলবদল করেছেন। এছাড়াও এই যোগদান আনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আরো দুই অন্য সাধারণ সম্পাদক আশীষ মিত্র ও বিশ্বরুপ সাতপতি।