অবতক খবর,২৬ ফেব্রুয়ারী : আবাস যোজনার সার্ভেতে গিয়ে পদ্মার সাদা বালি চুরি রুখলেন ভগবানগোলা টু ব্লকের জয়েন্ট বিডিও বাসক চ্যাটার্জি।

মঙ্গলবার ভগবানগোলা টু ব্লকের জয়েন্ট বিডিও বাসর চ্যাটার্জি আভাসের সারবে করতে গিয়ে লক্ষ্য করেন।

সেচ দপ্তরের নাম করে বিনা অনুমতিতে পদ্মা নদী থেকে প্রায় ২৫ হাজার বস্তা সাদাবালি তোলা হয়েছে।

তড়িঘড়ি বিষয়টি BL&LRO এবং রানিতলা থানায় জানানো হয়।

বালি তোলার কাজের দুই ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

প্রতিবছর বর্ষার সময় পদ্মা ভাঙ্গনের শিকার হয় ভগবানগোলা টু এর আখরীগঞ্জ এলাকা।

পদ্মার তীব্র স্রোতে চাষযোগ্য জমি ও বহু মানুষের বসতভিটে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এমন পরিস্থিতিতে অবৈধভাবে এত পরিমাণ বালি তোলায় এলাকার ভাঙন সমস্যাকে আরও গুরুতর করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় জয়েন্ট বিডিও স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই বেআইনি বালি তোলার কাজ বরদাস্ত করা হবে না। পুলিশ ও ভূমি দফতরের যৌথ তদন্তে প্রকৃত দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।