হক জাফর ইমাম :: মালদহ ::   আমবাগানে নীলগাই দেখে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা ইংলিশবাজার থানার মানিকপুর এলাকায়। যদিও সঠিকভাবে কেউ কিছু বলতে পারছেন না। কেউ বলছেন নীলগাই, আবার কেউ বলছেন হরিণ। যদিও মাথায় কোনও সিং নেই। কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে ওই পশুটিকে। এই অবস্থায় পশুটির সুরক্ষা নিয়ে দুশ্চিন্তায় পশু প্রেমিরা। মালদা জেলা বন দপ্তরে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

লকডাউনে এখন জনহীন আমবাগানগুলি। আর এই সুযোগে বাগানে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে পশুটিকে। সংখ্যায় ২-‌৩টি রয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। কিন্তু যখন দেখছেন একটি করেই দেখতে পাচ্ছেন। রবিরার সকালে যদিও একটিকে বাগানে ঘোরাফেরা করতে দেখেছেন। অনেকে অজানা এই পশুটিকে নিয়ে উৎসাহ দেখা গেছে গ্রামবাসীদের মধ্যে। অনেকে মোবাইলে ভিডিও করে রাখছেন। আবার অনেকে গ্রামে ময়ূরও দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন। গঙ্গার ওপারে রয়েছে ঝাড়খন্ড। ঝাড়খন্ড থেকেও নদীপথে এই গ্রামে আসতে পারে বলে অনেকের অনুমান।

এক গ্রামবাসী কালীপদ মন্ডল বলেন, ‘‌নীলগাই কিংবা হরিণ হতে পারে। কোনও সিং নেই মাথায়। আমরা ওই পশুগুলির সুরক্ষা নিয়ে আতঙ্কিত। কখন কে মাংস খাওয়ার লোভে মেরে ফেলে বলা যাবে না। আমরা বন দপ্তরের খবর পাঠিয়েছি। এখনও যদিও ধরার কোনও ব্যবস্থা করা হয়নি।