অবতক খবর,২২ জুলাই: আমরা ভোট করাতে জানিনা দিলীপ ঘোষের মন্তব্য একশো ভাগ সঠিক দাবি অর্জুন সিংয়ের। সেই সঙ্গে তিনি দিলীপ ঘোষকে সাধুবাদ জানিয়ে বললেন, ওনার মতো অভিজ্ঞ লোক দেরিতে হলেও বুঝেছেন।

ওনি সরব হলে বিজেপির নীচের তলায় সাংগঠনিক ত্রুটি দূর করা যাবে। এদিন ব্যারাকপুরে দলের সাংগঠনিক দূর্বলতা নিয়ে অর্জুন সিং বলেন, তৃণমূলের ইউনিয়নের ছত্রছায়ায় টোটো চালাবে, ঠিকাদারি করবে সে যদি মণ্ডল সভাপতি, বুথ সভাপতি বা শক্তি প্রমুখ থাকে দলের হয়ে কি কাজ করবে।

তার তো পেছনে ভয় থাকবে। প্রাক্তন সাংসদের দাবি, বাড়িতে বসে কাগজে কলমে কমিটি গঠন করলে বিজেপি কোনওদিন ক্ষমতায় আসতে পারবে না। একই সঙ্গে তিনি একুশে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জীর মুখে কাফের মন্তব্যের তীব্র সমালোচনা করেন।