অবতক খবর: এত ইডি সিবিআই লাগিয়েছে। তিন বছরে রোজ ইডি-সিবিআই নোটিস দিয়েছে। আমাদের মেরুদন্ড সোজা। গলা কাটলেও জয় বাংলা বেরবে। আগামী দিন যত কেন্দ্রীয় বাহিনী থাকুক, ভোট ওরা দেয় না। ভোট মানুষ দেয়। নির্বাচন শেষের পর বৃৃহত্তর লড়াই শুরু এভাবেই পঞ্চায়েত ভোট প্রচারে নেমে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ারে ভোট প্রচারে গিয়ে সভায় অভিষেক বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে বদ্ধ পরিকর। উনি নাকি গ্যারেন্টার। আর তার প্রোডাকটের নাম জন বার্লা। বাড়ি দেখেছেন?’ শুভেন্দুকে নিসানা করে বলতে শোনা যায়, ‘শুভেন্দু অধিকারীকে টিভির পর্দায় টাকা নিতে দেখেছেন? প্রধানমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।‘
চা বাগান অধ্যুষিত আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৬৭টি বন্ধ চা বাগান খুলেছে। সিপিএমের সময়ের থেকে দৈনিক মজুরি বেড়েছে। পাশাপাশি আশ্বাসের সুরে বলেন,’আপনারা যাদের নির্বাচন করেছেন সেই বিজেপি সংসদ, বিধায়করা দিল্লিতে গিয়ে বলে টাকা বন্ধ করে দাও। পঞ্চায়েতের পর দিল্লি যাব। আন্দোলন করব। ‘