আমার চোখে বিশ্বকাপ

রাজ্যে প্রজন্মের ধর্না অবস্থান দুর্নীতি কামাইবাজি টাকার পাহাড় সব হজম
বিশ্বকাপ সোনার বল সোনার
বুট মেসি আমবাপে—
বাজার এখন সরগরম!

এক) লক আপ

দেশ আছে লক আপে
তুমি নাচো বিশ্বকাপে।

মা তোমার গরানহাটার ভ্যালেন্টিনা
তুমি বলো, মাই মেসি
তুমি আমার আর্জেন্টিনা!

দুই) বিশ্বকাপ

কত রাত জাগলে! কত উত্তেজনা!
বিশ্বকাপ দেখলে তুমি।
কোনোদিন কি জেগেছো বিনিদ্র রাত?
কেঁদে যায় প্রজন্ম, তোমার জন্মভূমি!

ওরা দাপাচ্ছে মাঠ
১৪০ কোটির দেশ কাঁপছে ঘরে।
বাইরের মাঠে
আমাদের ওরাও পড়ে আছে
কাঁপছে অভাবের জ্বরে।

ওদের পায়ে পায়ে ফুটবল
আমাদের পেটে নেই ভাত।
আমাদের ছটফটে দিন
আমাদের ছটফটে রাত!

তুমি কি কোনোদিন
তাদের দিকে বাড়িয়েছ হাত?

তিন) লে হালুয়া

জিতেছে আর্জেন্টিনা
বোম ফাটাচ্ছে ইন্ডিয়া
লে লে লে হালুয়া!
চল পানসি বেলঘড়িয়া

শালার দেশ!
পেট চালাতে মা ধরেছে
বেশ্যার বেশ!!