১০ মে মাতৃদিবস গেল। দুনিয়ার সব মায়ের পদতলে আমার প্রণাম
আমার মা
তমাল সাহা
মা বলতেন, মনীষী কারা?
রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ
এঁরা ছাড়াও মনীষী আছেন।
তাঁরা বাড়ির কাছেই থাকেন,
আসলে আমাদের চোখ নেই
আমরা দেখেও দেখতে পাইনা।
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ
মনীষী হলো মা।
পৃথিবীর কোনো ভাষাতেই
এক শব্দের এমন মহান উচ্চারণ নেই—
যা আছে বাংলাভাষায়।
মা শব্দটির মধ্যে বিস্তৃত
আয়োজন
মা…আ… আ…আ…
বাতাসে ছড়িয়ে পড়ে
বীজধানের মতো ছড়িয়ে যায়
একে বলে প্লুতধ্বনি।
মা শব্দটির
কত জোর-শক্তি জানিস?
দুটো মা একসঙ্গে হলে
মিশে গিয়ে একটা মামা হয়ে যায়–
নারীর মধ্যেই লুকিয়ে পুরুষশক্তি
বাংলাভাষা প্রকাশ্যে জানায়।
মা! আমার মা!
কত সহজেই এসব শেখায়।