আমি তো বলেছি
তমাল সাহা
আমি তো বলেছি
খেলা হবে, হচ্ছে তো খেলা
আমি তো বলেছি
উন্নয়ন হবে হচ্ছে তো তোলাবাজি,
মাঠে মাঠে মেলা
আমি তো বলেছি
ইউনেস্কোর সম্মান এই শারদ উৎসব
বারো দিন ধরে মর্গে পচবে
নিখোঁজ তরুণের শব
আমি তো বলেছি
দুয়ারে দুয়ারে উন্নতি হবে
কোটি কোটি মুদ্রা
আমার প্রিয়জনের ঘরে সঞ্চিত রবে
আমি তো বলেছি
আগামি এগিয়ে যাবে
রাষ্ট্রীয় সন্ত্রাস উপেক্ষা করে
প্রজন্ম পথে অবস্থানে রবে
আমি তো বলেছি
কিনে নেব সব বুদ্ধিজীবী
রাত গভীর, অন্ধকার হলে
জীবন্ত আনিস হয়ে যাবে স্তব্ধ ছবি
আমি তো বলেছি
নারীদের সম্মান রবে
মেয়েটি ধর্ষিতা নয়, ছিল গর্ভবতী
মহাকাল রাত্রি এলেই
বাজবে ঘন্টা, শুরু হবে সন্ধ্যা-আরতি
আমি তো বলেছি
যা দেখছো সব চোখের ভুল, ছোট্ট ঘটনা
বিরোধীরা সব বলছে বাড়িয়ে– গুজব রটনা
আমি তো বলেছি
মিলবে সংগঠনিক চাঁদা ও পানীয়
চলবে উদ্বাহু নাচ, শাসক যুগ যুগ জিও!
আমি তো বলেছি
করে দিয়েছি একশো শতাংশ
তোমরা অন্ধ ধৃতরাষ্ট্র
শুধু দেখো অন্ধকার, ধ্বংস