এই আমার দেশ এই আমার বঙ্গভূমি, কোথায় নিয়ে যাবে আমাকে!
আমি পাতালে যাবো
তমাল সাহা
১)
মানুষের শ্বাস-প্রশ্বাস
হৃদয়ে মিশে আছে ভালোবাসা ও বিশ্বাস
তাতেও সন্দেহ করো তুমি?
কতদূর নিয়ে যেতে চাও আমাকে
হে জন্মভূমি!
২)
এই আমার রাষ্ট্র, এটা নাকি গণতন্ত্র!
মানুষ মারার ষড়যন্ত্র।
সন্দেহের দোলায় কে নির্বাচন কমিশনার?
হে জন্মভূমি, তুমি দেখো!
এদিকে কোল খালি হয়ে যায় নটি মা’র!
৩)
আমি ঘাতক আমি খুনি,
এই হিংস্র দানবিক মুখ আমি কি চিনি?
আমার সামনে ক্ষতবিক্ষত জন্মভূমি
আমার প্রিয় জননী!
৪)
এই অশনি এই বজ্রপাত
এই রক্তাক্ত রাতে
আমি দাঁড়িয়ে রাস্তাতে
হতভাগ্য জননী দৌড়তে থাকে
ধর্ষিতা লাঞ্ছিতা রাষ্ট্রের হাতে
৫)
রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ
তোমরা বড় কবি
তোমাদের জন্মদিন মৃত্যুদিন পালন করে রাষ্ট্র, মর্যাদা দেয় খুবই
তোমরা লেখো
আমার সোনার বাংলা রূপসী বাংলা কবিতা
রাষ্ট্র তোমার বাংলাল ইজ্জত কেড়ে নেয়
কোথায় বাছবিচার মাতা বা দুহিতা!