অবতক খবর , সৌরভ নস্কর , দক্ষিণ ২৪পরগনা :- বুধবার বকখালিতে আম্ফান ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হল সারেগামাপা সদস্যদের সংগঠনের পক্ষ থেকে। এদিন ফ্রেজারগঞ্জ এলাকার অমরাবতি ও লক্ষীপুর গ্রামের প্রায় ৫০০মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেয় হাত বাড়ালেই বন্ধু ও এসো বন্ধু নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এ দিন ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যপরিষেবা এবং খাবারের ব্যবস্থা ও করা হয়। ২০১৯ এর সারেগামাপার গৌরব, সিদ্ধজিৎ, সুমন সহ সারেগামাপা পুরো টিম এদিন হাজির ছিল। তারা জানান, পুজোর আগে সুন্দরবনের মানুষের পাশে এসে কিছু টা হলে ও সহযোগিতা করতে পেরে তাঁদের অনেক ভালো লেগেছে। সংগঠনের সম্পাদক প্রশান্ত হাজরা বলেন, আমরা ফে্রজারগঞ্জ ও মৌসুনি এলাকার আম্ফানে ক্ষতিগ্রস্থ মানুষকে এক মাসের রেশনের ব্যবস্থা করে দেব।
সমুদ্রের জল ঢুকে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে এই এলাকা গুলিতে। তাই পরবর্তীতে এই এলাকাগুলিতে বেশ কয়েকটি টিউবওয়েল বসানোর ও চিন্তাভাবনা করছে আমাদের এসো বন্ধু ও হাত বাড়ালেই বন্ধু সংগঠনের পক্ষ থেকে।এমনটাই জানান সংগঠনের পক্ষ থেকে।