করোনা কাল। আতঙ্কিত মানুষ। কখন কি হয়? অসহায়ত্ব, বিপন্নতা গ্রাস করেছে মানুষকে।

আয়ু
তমাল সাহা

আয়ু শব্দটি নিয়ে ভাবি নি কখনো।
আয়ু শব্দটি এখন প্রায়শই শোনা যায়।
বুঝি সকলেরই ছিল গোপনে
বা এখনও আছে বাঁচার অভিপ্রায়।

আয়ু,দু অক্ষরের শব্দ মাত্র
দীর্ঘ বা হ্রস্ব হতে পারে।
এতদিন কি এসব ভাবনা
প্রশ্রয় দিয়েছিলে অন্তরে?

মরণ কিভাবে কাছে চলে এলো?
মৃত্যুর হাহাকার!
কখন কোথায় দাহ হবে তোমার,
জানা কি ভীষণ দরকার?
কে কে থাকবে কাছে
বা থাকবে না,
এইসব নিয়ে করছো তুমি গবেষণা?

এ মৃত্যু আত্মীয় স্পর্শহীন।
ওপৃথিবী নিজেও কাঁদে—
দুঃসময়, বড় দুর্দিন।