অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া ,২২ অগস্ট ::   বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগেই এ রাজ্যে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। আজ হাওড়া ময়দানে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির সাংসদ তথা যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁ। তিনি সাফ জানান, হাওড়া জেলা তৃণমূলে অরূপ রাজীব কোন্দল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা শুধু নভেম্বর মাস আসতে দিন , এই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হবে।

তার এহেন মন্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর। কারণ কয়েক মাস পরেই মেয়াদ শেষ হচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের সরকারের। কিন্তু তার আগেই যদি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয় তবে তা হবে বর্তমান বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

যদিও বিজেপি সংসদের এই হুশিয়ারিতে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। পাল্টা তার দাবি, আগে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে দেখুক বিজেপি। তারপর দেখবে কিভাবে বাংলা উত্তাল হয়। আর তাছাড়া দেশে হাই কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে।তিনি বলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার মত পরিস্থিতি আদেও তৈরি হয়েছে ? নাকি প্রতি নিয়ত উত্তাল হয় বাংলা? নাকি প্রত্যহ ৫০ /৫০ টা করে খুন হয় ? রাষ্ট্রপতি শাসন জারি করার নিয়ম কানুন আছে। সেটা জানা নেই হয়ত সৌমিত্র খাঁর ।

এর পাশাপাশি সৌমিত্র খাঁ কে কটাক্ষ করে তিনি বলেন, কে কোন চুনোপুঁটি কি মন্তব্য করছে তা নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। বিজেপি নিজেই তার ক্ষমতার অপব্যবহার করছে।