অবতক খবর , আসানসোল : আসানসোলে আরেকটি উন্নয়নের পালক যুক্ত হল। এবার সমগ্র আসানসোলের বিদ্যুতের তার মাটির তলায় বসানো হবে। এই নিয়ে কন্যাপুরে জেলা শাসকের অফিসে এক ভার্চুয়াল বৈঠক হয়েছে। এদিনের ভার্চুয়াল বৈঠকে কোলকাতার বিদ্যুৎ ভবনের আধিকারিকদের সাথে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের সাথে হয়েছে। এই বৈঠকে অতিরিক্ত জেলাশাসক তথা আসানসোল পৌরনিগমের কমিশনার খুরশিদ আলি কাদরি, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ তুকারাম, বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার রাজু মন্ডল, ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু চক্রবর্তী, মহকুমা শাসক দেবজিৎ গাঙ্গুলী সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই প্রকল্পের জন্য বিশ্ব ব্যাঙ্ক থেকে ৩৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পুরো আসানসোল জুড়ে ওভার হেডের তার গুলোকে মাটির তলায় বসানো হবে।এর ফলে একদিকে যেমন বিদ্যুৎ চুরি হবে না তেমনই ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হবে না।