অবতক খবর,২৯ জুলাইঃ আহত ক্রীড়াবিদদের রক্ত সংকট মেটাতে মোহনবাগান দিবসে রক্তদানের আসরে বসিরহাটের হৃদয়ে সবুজ মেরুন।
শুরু হয়ে গিয়েছে বর্ষাকাল। তার সাথে সাথেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটবলের লিগও শুরু হয়ে গিয়েছে। আর যেহেতু ফুটবল একটি বডি কন্ট্যাক্ট গেম, তাই প্রায়শই ফুটবলাররা গোল করার সময় বা ডিফেন্স করার সময় মাঠে আহত হয়ে যান। এরকম ঘটনা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সমস্ত খেলার মাঠেই প্রায়শই ঘটে থাকে। খেলার মাঠে ফুটবলাররা আহত হয়ে বা গুরুতর অভাবে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হন। আবার ফুটবল মাঠে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে একাধিকবার। আহত সেই সমস্ত ফুটবলারদের প্রয়োজন হয় রক্তের। সেই আহত ফুটবলারদের রক্তের সংকট মেটাতে এবার উদ্যোগী হলেন বসিরহাটের মোহনবাগান সমর্থকরা। আজ ২৯শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে ফুটবলারদের চিকিৎসার জন্য রক্ত সংকট মেটাতে উদ্যোগ নিল বসিরহাটের হৃদয়ের সবুজ মেরুন মোহনবাগান ফ্যান্স ক্লাব। বসিরহাটের টাউন হলে জাতীয় ও মোহনবাগানের পতাকা উত্তোলনের পাশাপাশি মোহনবাগানের অমর একাদশের ছবিতে মাল্যদান করে বসিরহাটের মোহনবাগান ও আপামর ফুটবল সমর্থকরা এদিন রক্তদান উৎসব সামিল হলেন। উদ্যোক্তা সন্দীপন সরকার বলেন, “আমরা প্রতি বছর দেখি রক্তের অভাবে অনেক ফুটবলারের চিকিৎসায় ব্যাঘাত ঘটে। তাই সেই সমস্যার সমাধানে মোহনবাগান দিবসে আমরা ফুটবলারদের পাশে থাকতে এই উদ্যোগ নিয়েছি। শুধুমাত্র ফুটবলার নয় যেকোনো খেলার ক্রীড়াবিদরা যদি আহত হয় তাদের যদি রক্তের প্রয়োজন না হয় আমরা সর্বোৎকৃষ্টভাবে তাদের পাশে থাকার চেষ্টা করবো।”