অবতক খবর,১৯ ফেব্রুয়ারী,অভিষেক দাস,মালদা:- মাত্র এক বছর দশ মাসেই অনর্গল বলতে পারে গায়ত্রী মন্ত্র , সরস্বতী বন্দনা। শুধু তাই নয়, ৪০ রকমের ছোটদের ছড়াও ইংরেজি এবং বাংলাতেও অঝোরে বলতে পারে ওই শিশু। এছাড়াও স্বরবর্ণ , ব্যঞ্জনবর্ণ পরিষ্কারভাবে সকলের সামনে বলে তাক লাগিয়ে দিয়েছে মাত্র এক বছর দশ মাসের ওই শিশু প্রিয়াংশু গুপ্তা।

এরপর ওই শিশুকেই সুপার ট্যালেন্টেড বেবি হিসাবে পুরস্কৃত করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস্ কর্তৃপক্ষ। পাশাপাশি ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে্ ওই শিশু প্রিয়াংশু গুপ্তার নাম নথিভুক্ত হয়েছে বলে দাবি পরিবারের।
ইংরেজবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ গুপ্তা। পেশায় ব্যবসায়ী। তার স্ত্রী ব্রততী গুপ্তা, গৃহবধূ । তাদেরই একমাত্র পুত্র সন্তান প্রিয়াংশু গুপ্তা।

চলতি বছর ফেব্রুয়ারি মাসেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর সুপার ট্যালেন্টেড বেবি হিসাবে এওয়ার্ড পেয়েছে। সংশ্লিষ্ট সংস্থার কর্তারা প্রথমে দিল্লি থেকে ভিডিও কলে ওই শিশুর সমস্ত কিছু সঠিক তথ্য যাচাই করে দেখেন।

এরপরই ইংরেজবাজারের ওই শিশুর বাড়িতে সরাসরি সংস্থার কয়েকজন কর্মকর্তারা আসেন এবং ওই শিশুর এই প্রতিভার পরীক্ষা নেন। সেখানেই সাফল্য অর্জন করেছে প্রিয়াংশু গুপ্তা নামে ওই শিশু।