অবতক খবর ,ইতালি: ইতালিতে ক্রমশো বেড়ে উঠেছে মরণ ব্যাধি রোগ করোনাভাইরাস। চীনে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অনেক প্রাণ, এই করোনাভাইরাসের জেরে।
সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে।এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৭।
ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি ইতালিতে। ১৩ দিন আগে ইতালিতে হানা দেয় করোনা। ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২,৫০২ থেকে বেড়ে ৩,০৮৯ হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যু সংখ্যা । ইতালির শিক্ষামন্ত্রী লুসিয়া অ্যাজোলিনা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ১৫ মার্চ পর্যন্ত দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
জানা যাচ্ছে, ইতালিতে যে কোনও ধরনের অনুষ্ঠান,সিনেমা থিয়েটার সব বন্ধ রাখা হয়েছে এবং হ্যান্ডশেক বা আলিঙ্গন করতে নিষেধ করা হয়েছে।