অবতাক খবর ,অঙ্কিতা ঢালী ,১৫ জুন সূত্রের খবর ,ঘটনাটি ঘটে কুমার নামক একটি স্টেশনের কাছে শুক্রবার রাত তখন ৮টায় সাসারাম-রাঁচী ইন্টারসিটি এক্সপ্রেস  ছুটে চলেছিলেন নিজের গতিতে । যাত্রীরা ছিলেন নিজের খেয়ালে,কেউ বা ব্যস্ত ছিলেন গল্পে কেউ বা তোড়জোড় করছিলেন শুয়ে পড়ার।এরই মধ্যে ট্রেনে সোনা যায় ট্রেনে আগুন লেগেছে বলে চিৎকার চেঁচামেচি ।যাত্রীরা আতঙ্কিত হয়ে পরে ভয়ে । এবং কিছুজন যাত্রী আগুন লেগে যাওয়ার আতঙ্কে ট্রেনের উল্টো দিক থেকে ঝাঁপ দেন ।

জানা যায় , তার ঠিক উল্টো দিক থেকে আসছিল একটি মালগাড়ি যাত্রীরা ঝাঁপ দেয়ার ফলে মালগাড়ির নিচে
চাপা পরে যায় ।কেউ, কেউ, মালগাড়ির সাথে ধাক্কা খেয়ে ছিটকে যান ,আবার কেউ, কেউ ,চাপা পরে যান চাকার তলায় ।  এই বিষয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ট্রেনে আগুন লাগার ঘটনা সম্পূর্ণ গুজব ট্রেনে কোনও আগুন লাগেনি ।কোথা থেকে কী ভাবে গুজব রটল, তা স্পষ্ট নয়।লাতেহারের

ডেপুটি কমিশনার গরিমা সিংহ পিটিআইকে জানিয়েছেন, এলাকায় তল্লাশি অভিযান চলছে । কয়েক জন মালগাড়ির চাকার তলায় চলে যান। তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বলে খবর ।