শিলিগুড়ি :: ০১ জুলাই ::   সরিষার তেলের ভেষজ গুনাগুন সকলেই জানেন অতি প্রাচীন, বিশেষ করে বর্ষাকালে সর্দি-কাশি রোধ করতে সহায়তা করে এবং অন্যান্য অনেক গুণাগুণ আছে। তাই ইসকন মন্দিরের আবাসিক ভক্তবৃন্দদের প্রতিদিন নাকে অন্তত তিনবার এবং নাভিতে একবার সরিষার তেল দেওয়া শুরু করেছেন, সাথে রান্নায় সরিষার তেল ব্যবহার করা শুরু হয়েছে।

এছাড়াও প্রতিদিন উষ্ণ গরম জলে আদা, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, মধু ইত্যাদি খাওয়া হচ্ছে। সবমিলিয়ে মানুকে গরম খাবার খেতে অনুরোধ করছি আমরা জানালেন ইসকনের এক আধিকারিক। আমরা আমাদের প্রত্যেক সদস্যদের গরম এবং পুষ্টিকর খাবার খেতে দিচ্ছি। এবং সবসময় সাবধানে রাখছি সবাইকে যাতে সবাই সুস্থ থাকে।