অবতক খবর,১১ আগস্ট: ইসলামপুরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে আদর্শ সংঘ দূর্গা পুজোর প্রস্তুতিপর্ব খুঁটি পূজার মাধ্যমে বুধবার থেকে ।

এদিন ইসলামপুরের আদর্শ সংঘে পুজকরা গণে খুঁটি পুজো করা হয়।
ক্লাবের কর্তৃপক্ষরা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবছরও তাদের পুজো সার্বিক দিক থেকে ভালো আকর্ষণীয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জেলার মধ্যে পুজো কিভাবে করতে হয় তার জন্য বিশেষ চমক দিতে তারা প্রস্তুত রয়েছেন।
কিন্তু সে চমক কি এখন তারা প্রকাশ্য করতে নারাজ। ক্লাবের কর্মকর্তারা জানান, তারা শুধু দূর্গাপুজো করে থাকেন এমন নয়,প্রতিবছর দুঃস্থদের মধ্যে বস্ত্র ও কম্বল বিতরণ সমেত সারা বছর ধরে খেলাধুলা ও অন্যান্য সামাজিক কাজগুলি করে থাকেন।
অবশ্য তারা বলেন, গত দুই বছর ধরে কোভিড কারণে পুজোর চাঁদা সংগ্রহ করতে কষ্ট হচ্ছে। কেননা ব্যবসায়ীদের ব্যবসা হচ্ছেন না। সে কারণে তারা চাইলেও আগের মতো আর্থিক সাহায্য করতে পারছেন না। তবুও তারা কোনোভাবেই ভালো পুজো করতে প্রস্তুতি শুরু করেছেন সেটা সফল হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।