অবতক খবর,সংবাদদাতা,উত্তর দিনাজপুর,৬জুন :: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক এর কমলা গাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে বাইক আরোহীদের হেলমেট বিতরন ও রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ, বিডিও রজত রঞ্জন দাস, ডিএমডিসি অনুরাধা লামা পঞ্চায়েত প্রধান নুরি বেগম বিশিষ্ট সমাজ সেবি ও তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল হক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আজ প্রায় ৫০০ হেলমেট বিতরণ করা হয়। মহকুমা শাসক বলেন, মহকুমায় বিস্তীর্ণ এলাকায় বিশাল জাতীয় সড়ক অবস্থিত প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। ব্লাড ব্যাংকে রক্ত সংকট থাকে সেই কথা মাথায় রেখে ইসলামপুর মহকুমায় বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে আগামীতে।
আজ ইসলামপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের কমলা গাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বিডিও রঞ্জন দাস বলেন, সুজালীর প্রত্যেককে এই রক্তদান শিবির করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। প্রধান নুরি বেগম বলেন, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে প্রত্যেক রক্তদাতাকে একটি করে হেলমেট প্রদান করা হচ্ছে। অঞ্চল সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল হক বলেন, হেলমেট বিতরণ ও প্রায় আড়াইশো ইউনিট রক্তদান প্রোগ্রাম করা হয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। আজ রক্তদান শিবির ও হেলমেট বিতরণ করা হচ্ছে হেলমেট যেন সবাই পড়ে হেলমেট পড়েই বাইক চালাতে বলেন সবাইকে। জীবন বাঁচানোর জন্য হেলমেট পড়ে গাড়ি চালানো উচিত।