অবতক খবর,১৬ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর দফতরের পক্ষ থেকে ইসলামপুর শহরের খুদী্রামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ কে ইংরেজি মাধ্যমের পড়াশোনা করার অনুমতি প্রদান করেছে এ নিয়ে যথেষ্টই খুশির হাওয়া ইসলামপুর শহরজুড়ে।কারণ সাধারণ ঘরের ছেলে মেয়েদের মা-বাবাদের শখ থাকে তাদের সন্তান ইংলিশ মাধ্যমে পড়াশোনা করুক সেই স্বপ্নকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চূড়ান্ত স্বীকৃতি প্রদান করা হয়েছে।

আগামী শিক্ষাবর্ষ থেকেই এই ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবে। তাদের ষষ্ঠ শ্রেণি থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানান ওই স্কুলের প্রধান শিক্ষক অনিন্দ্য কুমার মিত্র।তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকার কে অজস্র ধন্যবাদ শিক্ষা দপ্তরের অজস্র ধন্যবাদ তারা এই পঠন-পাঠনের অনুমতি প্রদান করার জন‍্য। তিনি আরও বলেন 50 জন ছাত্র-ছাত্রী নিয়ে প্রথমে এই নতুন ইংরেজি মাধ্যমের শিক্ষাবর্ষ ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করা হবে। তবে এখানে ফ্রি বা অন্যকিছু টিউশন ফি এইসব কোনো ব্যাপার নেই যেহেতু এটি সরকারি সাহায্যপ্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল।

আগামী বছর থেকেই সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে তিনি বলেন। এখানে বাংলা মাধ্যমে পাশাপাশি ইংরেজি মাধ্যমে থাকবে তবে। ইংরেজি মাধ্যমের জন্য একটি আলাদা শ্রেণিকক্ষ থাকবে তবে ধাপে ধাপে এটিকে উত্তীর্ণ করা হবে এইচএস অর্থাৎ টুয়েলভ অব্দি এই পাঠ্যক্রম ব্যবস্থা থাকবে।মধ্যশিক্ষা পর্ষদের যেসব ইংরেজি মাধ্যমের বই সেগুলো চাওয়া হয়েছে এবং সেই চলে এলেই পাঠ্যক্রম শুরু হবে।

তিনি আরো বলেন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল গুলির সঙ্গে পাল্লা দিতে তারা প্রস্তুত। অপরদিকে তৃণমূলের যুব সভাপতি কৌশিক গুণ বলেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে অজস্র ধন্যবাদ মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন প্রত্যেকটি বিধানসভায় একটি করে ইংরেজি মাধ্যম স্কুল খোলা হবে সেই মতই ইসলামপুর খুদী্রামপল্লী স্কুল সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ খোলা হল এবং তার জন্য অজস্র ধন্যবাদ। সাধারন ঘরের পরিবারের সন্তানেরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারবে।
বাইট= অনিন্দ্য কুমার মিত্র প্রধান শিক্ষক….. বাইট প্রাক্তন ছাত্র নেতা ও তৃণমূলের যুব সভাপতি কৌশিক গুণ