অবতক খবর,৪ অক্টোবর: উত্তরপ্রদেশের হাথরাশে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলো “Voice of Women” আজ বিকেল সাড়ে চারটেয় কাঁচরাপাড়া স্টেশন থেকে বাগমোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল সংঘটিত হয়।

এই নারী সংগঠনটি নতুন হলেও ইতিমধ্যেই বেশ কয়েকটি অনুষ্ঠান সুচারুভাবে করেছে।
আজকের মিছিলেও সেই সাংগঠনিক দক্ষতার পরিচয় পাওয়া গেলো। এই মিছিলে তরুণীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। শুধুই নিষ্ক্রিয়ভাবে পায়ে পা মেলানো নয়।
স্লোগানে স্লোগানে মুখরিত এই নবতারুণ্যের মিছিল।
শুধুই স্লোগান নয়, সঙ্গে ছিল প্ল্যাকার্ড। বক্তাদের কথায় উঠে এলো যোগীরাজ্যে একের পর এক দলিত মেয়েদের ধর্ষণের কথা।
সে-রাজ্যে পুলিশ-প্রশাসন যেভাবে উঠেপড়ে লেগেছে ধর্ষকদের আড়াল করতে, তার বিরুদ্ধে সোচ্চার বক্তব্য উঠে এলো এই মিছিলে।
চেনা জানা রাজনৈতিক দলগুলোর বাইরে এ এক ভিন্ন মেজাজের মিছিল।
পথচলতি মানুষের নজর কেড়েছে এই মিছিল।