অবতক খবর,২৪ আগস্ট: উত্তরবঙ্গ পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জন্য বার্লার দাবিকে কার্যত ঘুরিয়ে সমর্থন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়েছেন। তাই জনগনের আবেগকে সম্মান জানানো তাঁর কর্তব্য।

এই রাজ্যে কলকাতার একটি ফ্লাইওভার তৈরীতে যা বরাদ্দ হয় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয় না।

দীর্ঘদীন ধরে বঞ্চিত উত্তরবঙ্গ। তাই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য জনগণের দাবিকে সমর্থন করেন তিনি।