অবতক খবর,২৬ অক্টোবর,বালুরঘাট: আগামী ১৫ নভেম্বরের পর থেকে স্কুল কলেজ খুলছে রাজ্যে। উত্তরবঙ্গ সফরে এসে উত্তর কন্যা থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় খুশি, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরাও। করোনা আবহে দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছিল। স্কুল কলেজ বন্ধ থাকায় বিশেষ করে গ্রামীন ছাত্র ছাত্রীদের মধ্যে পড়াশোনায় অনিহা এসে পড়েছিল।
শহরের স্কুল কলেজ সহ ছাত্র ছাত্রীদের অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকলেও গ্রামীণ এলাকার ছাত্র ছাত্রীদের বেশিরভাগ ক্ষেত্রে সেই পরিকাঠামো না থাকায় তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অন্যান্য রাজ্যে ইতিমধ্যে স্কুল কলেজ খুলে গেলেও পশ্চিমবঙ্গে স্কুল কলেজ বন্ধ ছিল। একটু দেরিতে হলেও আজ এই রাজ্যে সরকারি ভাবে স্কুল কলেজ খোলার আগাম ঘোষণায় সবাই খুশি। এদিন স্কুল খোলার কথা ঘোষণা হওয়ায় ছাত্র ছাত্রীদের মধ্যেও খুশির আনন্দ ঝাড়ে পড়ে । প্রায় দের বছর পর তারাও চেয়ে আছে স্কুলে যাবার জন্য। বিধিনিষেধ মেনে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রী রাও এখন উন্মুখ হয়ে আছে স্কুলে যাবার জন্য।