অবতক খবর,২৯ সেপ্টেম্বর: ১লা অক্টোবর থেকে দেশে পঞ্চম দফায় আনলক পর্ব শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গেও সবকিছু স্বাভাবিকভাবে শুরু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহে উত্তর চব্বিশ পরগণা জেলা জুড়ে নতুন করে লকডাউন ঘোষণা করা হচ্ছে বলে ইতিমধ্যেই রটে গেছে। আর এই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়াও।

এই ভুয়ো খবর সেখানেও ছড়িয়ে পড়েছে। সোস্যাল মিডিয়ায় বলা হচ্ছে,যা পরিস্থিতি তাতে করে উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায় নতুন করে লকডাউন করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। কিন্তু এই খবরে এবার মুখ খুললেন উত্তর চব্বিশ পরগণা জেলাশাসক চৈতালি চক্রবর্তী। বিষয়টি নিয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন,এই খবরের কোনও সত্যতা নেই।প্রশাসনের উচ্চ স্তর থেকে তাঁর কাছে এমন কোনও নির্দেশ নেই। তিনি বলেন,নতুন করে লকডাউন জারি হওয়ার কোনরকম সম্ভাবনা নেই। কিভাবে এই গুজব ছড়াচ্ছে তিনি জানেন না। তিনি জনগণের কাছে আবেদন করেছেন যে,এই ধরনের গুজবে যেন কেউ কান না দেন।

এদিকে নবান্ন সূত্রে খবর, কোনও জেলায় নতুন করে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়নি।