অবতক খবর , সংবাদদাতা :- বিগত দুই বছর ধরে নিজের বাড়িতে কালি পুজো করে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করলেন , উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের গারুলিয়ার বাসিন্দা শামিম আখতার।
তিনি বলেন মা কখনো কারো একার হয় না , মা সকলের। সুতরাং সবাই মাকে নিজের মত করে ডাকতে পারেন।এছাড়াও প্রতি শনিবার বড় ঠাকুরের মন্দিরে গিয়েও পুজো দেন তিনি।
এছাড়াও মসজিদে গিয়ে নামাজ পড়া , ঈদ , মহরম পালন করার পাশাপাশি হিন্দু ধর্মের পুজো করেন শামিম। বর্তমানে যে ভাবে ধর্ম নিয়ে রাজনীতি করে কিছু রাজনৈতিক দল। তিনি বলেন সব থেকে বড় ধর্ম হচ্ছে মানুষ কে ভালোবাসা , আমাদের একটাই পরিচয় আমরা মায়ের সন্তান। আমাদের মধ্যে কোনো ভেদ নাই।
তারই বার্তা দিতেই তার এই প্রয়াস বলে জানান তিনি। তিনি বলেন মা কখনো কারো একার হয় না , মা সকলের। সুতরাং সবাই মাকে নিজের মত করে ডাকতে পারেন।