অবতক খবর, উত্তর দিনাজপুরঃ নির্বিঘ্নেই মাধ্যমিক পরীক্ষা শুরু হল উত্তর দিনাজপুর জেলাতে। উত্তর দিনাজপুর জেলায় মোট ১০৬ টি পরীক্ষা কেন্দ্রে ৩৩ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। জেলার মোট ১০৬ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১৮ টি কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে পর্ষদ।
এবছরেও উত্তর দিনাজপুর জেলায় ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের সংখ্যার তুলনায় প্রায় দ্বিগুন সংখ্যক ছাত্রী পরীক্ষায় বসেছেন। জেলায় এবারে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৮৩৮ জন। যারমধ্যে ছাত্রীর সংখ্যা ২১৬৩৬ জন এবং ছাত্রের সংখ্যা ১২২০২ জন। মাধ্যমিক পরীক্ষা নিয়ে যাতে কোনভাবেই পরীক্ষার্থীরা অসুবিধার মধ্যে না পড়ে সেদিকে সম্পূর্ণ নজর রেখেছে জেলা মাধ্যমিক পর্ষদ থেকে জেলা পুলিশ ও প্রশাসন। পরীক্ষার্থীদের সুবিধার জন্য সমস্ত ধরনের ব্যাবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ কর্মীর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলোতে চিকিৎসার সুব্যাবস্থা করা হয়েছে। জেলা সদর শহর রায়গঞ্জ, ইসলামপুর, কালিয়াগঞ্জ ও ডালখোলা শহরে পরীক্ষার্থীদের সহজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যান নিয়ন্ত্রন করছে পুলিশ।