উদয়ন পণ্ডিত
তমাল সাহা
মহারাজ!
বিস্মৃত তোমার উপস্থিতি
কোথায় তোমার জন্মদিন!
কোথায় শঙ্খের আওয়াজ?
ভোটের রেজাল্ট বেরুলো আজ।
তোমার
মহানগর প্রতিদ্বন্দ্বী গণশত্রু–
মানুষ বুঝলো কি তোমার শৈল্পিক কারুকাজ?
তোমার উদয়ন পণ্ডিতের ডাক
শুনলো না কেউ
কোথায় মানুষ, কোথায় দড়ি?
টান তো দূরের কথা
মহাশূন্যে উড়ে গেল সোচ্চার হাঁক।